ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা উৎপাদন ও বিপণন বন্ধে নার্সারী মালিকদের উদ্বুদ্ভকরণে আলোচনা সভা অনুষ্ঠিত
মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুর প্রেস ক্লাবে ২৭ আগষ্ট ২০২৫ তারিখ বেলা ১১ ঘটিকায় বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি ( বেলা) এর উদ্দোগে ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা উৎপাদন ও বিপণন বন্ধে নার্সারী মালিকদের উদ্বুদ্ভকরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন বা উষ্ণায়ন বৃদ্ধির পেছনে যে কয়েকটি কারণকে প্রত্যক্ষভাবে দায়ি করা হয়, বন ধবংস বা বন বিনাশ তারমধ্যে অন্যতম। সারা বিশ্বে বন ধবংস, জীববৈচিত্র্যের ক্ষয় এবং বাস্তুসংস্থান ধ্বংসের যে প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে বাংলাদেশও পিছিয়ে নেই। বাংলাদেশ পরিবেশ আইজীবী সমিতি ( বেলা) এসম্পর্কে ৬ টি সুপারিশ করে।
এই গাছের চারা উৎপাদন থেকে বিরত থাকতে নার্সারী মালিকদের উৎসাহিত করা। এই গাছের ক্ষতিকর দিকগুলো নিয়ে গবেষণা করা। এই গ...