হাঁস পালন করে সফল ফরিদপুরের কামরুন নাহার
ফরিদপুর সদর উপজেলার কোমরপুর গ্রামের নারী উদ্যোক্তা কামরুন নাহার হাঁস পালনের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। ‘পিকিং স্টার ১৩’ জাতের উন্নতমানের হাঁস পালন করে তিনি এখন সফলতার মুখ দেখছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এক সময় কামরুন নাহার মুরগি পালন করতেন। তবে মুরগির নানা রোগবালাই ও মৃত্যুর কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন তিনি। তখন এক বেসরকারি উন্নয়ন সংস্থার পরামর্শে ‘পিকিং স্টার ১৩’ জাতের হাঁস পালন শুরু করেন। মাত্র ছয় মাস আগে এই জাতের হাঁস পালন শুরু করলেও এরই মধ্যে সুফল হাতে এসেছে তার। হাঁস পালনের পাশাপাশি তিনি ভার্মি কম্পোস্ট সার তৈরি করেও বাড়তি আয় করছেন।
উদ্যোক্তা কামরুন নাহার জানান, “এই জাতের হাঁস পালন খুবই সহজ। পানির প্রয়োজন হয় না, খাঁচায়ই সহজে পালন করা যায়। মাত্র ৪৫ দিনেই হাঁসের ওজন হয় ৩ থেকে ৪ কেজি। প্রতিটি হাঁস ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি করা যায়। কম খরচে বেশি লাভ—এ কারণেই আমি এই ...









