একজন আরেকজনের চোখের পানি মুছে দিচ্ছিলেন
তেরো বছর আগে মাত্র ১৫ মিনিটের জন্য দেখা হয়েছিল দুজনের। তারপর আর ছাড়াছাড়ি হয়নি, বাঁধা পড়ে গেছে মন। হাতে হাত রেখে বাকিটা জীবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন প্রেমিক যুগল মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব।
সোমবার ঢাকার অদূরে মধুমতী মডেল টাউন রিসোর্টে হয়েছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা।
এদিন দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন অভিনেত্রী। সঙ্গে শেয়ার করেন দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে প্রথম দেখার সময়ের কথাও।
২০১২ সালে ‘ভাঙা দাঁতের মিষ্টি হাসির ছেলেটি’র সঙ্গে প্রথম দেখা। রাস্তার ওপার থেকেই চোখাচোখি।
কথা হয়েছিল ১৫ মিনিটের জন্য, করমর্দনের জন্যই স্পর্শ পেয়েছিল হাত। তারপর ছেলেটি চলে যায়, সঙ্গে নিয়ে যায় মেহজাবীনের মন। সেদিন থেকেই অভিনেত্রী জানতেন, এই সেই মানুষ।
১৩ বছর পর জীবনের চড়াই-উতরাই পেরিয়ে অনেকটা বড় হয়ে গেছেন দুজনে—এমনই মনে করেন অভিনেত্রী...