
পাইকগাছায় উপজেলা ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাইকগাছা : আগামী ৫ জুলাই খুলনায় ওলামা দলের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে পাইকগাছায় উপজেলা ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব হাফেজ মাও. আবু মুছা সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা সেক্রেটারি ও সদস্য তুষার কান্তি মন্ডল, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন। উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন, বিএনপি নেতা আবু মুছা, আরিফ হোসেন, কামাল হোসেন, দিপংকর অধিকারী, ওলামা দলের কারী ইদ্রীস আলী, মাও. শাহিন আলম, নাজমুস সাদাত, হাফেজ খালিদ হাসান, হায়দার আলী, শফিকুল ইসলাম, আমির আলী, ওহাব আলী পাড়, কারি মাহবুবুল আলম প্রমুখ। সভায় প্রধান অত...