
যশোরে মাদক মামলায় ৭খুনের আসামি কিলার কামালসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
জেমস আব্দুর রহিম রানা, যশোর : যশোরের আলোচিত উপজেলা শার্শা। সীমান্তের এই উপজেলাজুড়ে অপরাধীদের অভয়ারণ্য। হত্যা-খুন-মাদক-সোনা-অস্ত্র পাচারসহ সকল প্রকার অপরাধের পিটস্থান এই শার্শা উপজেলা। শার্শা উপজেলার শার্শা ও বেনাপোল থানা এলাকা হত্যা-খুন-মাদক-সোনা-অস্ত্র পাচার সিণ্ডিকেট এবং কিলাররা বেপরোয়া। বৃহস্পতিবার শার্শা থানার একটি মাদক পাচারের মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন বিজ্ঞ আদালত।
আদালত সূত্রে জানা যায়, ফেনসিডিলের মামলায় শার্শার তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো, শার্শার শ্যামলাগাছি গ্রামের মতলেব হোসেনের ছেলে কামাল হোসে...