It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.
চাঁদপুর
ইলিশের রাজধানী নামে খ্যাত চাঁদপুর বাংলাদেশের নদী-নির্ভর অর্থনীতি, মৎস্যসম্পদ ও শিক্ষার ক্ষেত্রে এক উজ্জ্বল নাম। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে গড়ে ওঠা এই জেলা ইতিহাস, সংস্কৃতি ও নদীকেন্দ্রিক জীবনের এক অসাধারণ চিত্র তুলে ধরে। ইলিশের স্বাদ, নদীবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের জীবনযাত্রা—সব মিলিয়ে চাঁদপুর একটি গতিময় ও সম্ভাবনাময় জনপদ। এই বিভাগে চাঁদপুরের সর্বশেষ খবর, উন্নয়ন, সমস্যা, ইতিহাস ও জনজীবনের গল্প তুলে ধরা হয়।