
অ্যান্টার্কটিকায় ছিনলিং স্টেশনে পরিচ্ছন্ন জ্বালানির সাফল্যগাথার নেপথ্যে
দক্ষিণ মেরুতে আছে চীনের ছিনলিং গবেষণা স্টেশন। সেখানে প্রথমবারের মতো বড় পরিসরে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থা চালু হয়েছে। এতে করে চীন বিশ্বের প্রথম দেশ হিসেবে অ্যান্টার্কটিকার চরম আবহাওয়াতেও সবুজ শক্তি ব্যবহারে বড় সাফল্য পেল।
এই প্রকল্পের প্রধান বিজ্ঞানী সুন হোংবিন জানান, ২০২৪ সালের ১ মার্চ চালু হওয়া এই স্টেশনের গবেষণা সরঞ্জাম ও বসবাসের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করছে। এতে কোনো কার্বন নির্গমন হয়নি। এর মাধ্যমে চীনের অ্যান্টার্কটিক গবেষণা ‘ডিজেল যুগ’ থেকে সবুজ জ্বালানির নতুন যুগে প্রবেশ করেছে।
এই সিস্টেমের ৬০ শতাংশ শক্তি আসে সৌর ও বায়ুবিদ্যুৎ থেকে। সূর্যালোক বা বাতাস না থাকলে শক্তির উৎস হিসেবে কাজ করে স্টোর করা হাইড্রোজেন।
এই অত্যাধুনিক সিস্টেমের অন্যতম চ্যালেঞ্জ ছিল তীব্র ঠান্ডা, শক্তিশালী বাতাস, তুষারঝড় এবং অল্প অক্সিজেনের মতো চরম পরিবেশে যন্ত্রপাতি সচ...