
আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিকে কোণঠাসা করে রাখার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
২ জুলাই (বুধবার) বিকালে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজিত কর্মী সমাবেশে গোপালপুর হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন- “তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ বৃদ্ধ বয়সে, অসুস্থ শরীরেও আপসহীন চেতনায় দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় অবিচল। দেশনায়ক তারেক রহমান শত বাঁধা আর ষড়যন্ত্র উপেক্ষা করে বিদেশে নির্বাসিত অবস্থায় থেকেও আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁরা চাইলে আঁপস করে রাজকীয় জীবন বেছে নিতে পারতেন, কিন্তু তাঁরা বেছে নিয়েছেন ত্যাগ ও সংগ্রামের পথ।”
নেত্রকোনা-৩ ( কেন্দুয়া-আটপাড়া) আসনে বারবার ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত ডক্টর রফিকুল ইসলাম হিলালী আরও বলেন- “আমাদের নেতাদের এই ত্যাগ শুধু বিএনপির জন্য নয়, গোটা দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য। তাই আমাদের দায়িত্ব এখন আরও বড়। আমাদের মা যদি জীবনের সব সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে দেশবাসীর অধিকারের জন্য লড়তে পারেন, তবে আমাদেরও পিছু হটার সুযোগ নেই।”
তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে আরও বলেন “এবারের আন্দোলন হবে ভিন্নমাত্রার,অনেকেই
বুঝে গেছে, তাদের রাজনৈতিক অবস্থান। তাই বিএনপির বিপক্ষে নানা পক্ষ এক হয়ে কাজ করছে। এই চক্রান্ত মোকাবেলায় সবাইকে সজাগ ও প্রস্তুত থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে।
বলাইশিমুল ইউনিয়ন বিএনপি সভাপতি ইদ্রিস আলী তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন খান মিল্কী,কেন্দুয়া উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, আটপাড়া উপজেলা বিএনপি সভাপতি মাসুম চৌধুরী, কেন্দুয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু,আটপাড়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির নেতা,সাবেক ছাত্র নেতা মোঃ হাবিবুর রহমান মোসলেম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মী সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতে কর্মীসভাটি জনসভায় রুপ ধারণ করে হাজার হাজার নেতা কর্মী উপস্থিত হয়ে সমাবেশকে সাফল্য মণ্ডিত করেন।