
বিএনপিকে কোণঠাসা করে রাখার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে – ড. হিলালী
আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিকে কোণঠাসা করে রাখার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
২ জুলাই (বুধবার) বিকালে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজিত কর্মী সমাবেশে গোপালপুর হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন- “তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ বৃদ্ধ বয়সে, অসুস্থ শরীরেও আপসহীন চেতনায় দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় অবিচল। দেশনায়ক তারেক রহমান শত বাঁধা আর ষড়যন্ত্র উপেক্ষা করে বিদেশে নির্বাসিত অবস্থায় থেকেও আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁরা চাইলে আঁপস করে রাজকীয় জীবন বেছে নিতে পারতেন, কিন্তু তাঁরা বেছে নি...