
ডাটাস্কেপ রিসার্চের উদ্যোগে দক্ষিণ এশিয়ার প্রথম মার্কেট রিসার্চ কনক্লেভ -২০২৫ বাংলাদেশে
২২ এপ্রিল ২০২৫, রোজ মঙ্গলবার, রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত হলো দক্ষিণ এশিয়ার প্রথম মার্কেট রিসার্চ কনক্লেভ ২০২৫ । শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেড দক্ষিণ এশিয়ায় এই প্রথমবারের মতো এমন একটি কনক্লেভের আয়োজন করে, যেখানে একত্রিত হন বহুজাতিক কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান, একাডেমিক ব্যক্তিত্ব, সরকারি প্রতিনিধি, এবং খাত সংশ্লিষ্ট নানা স্তরের বিশেষজ্ঞগণ।
এই কনক্লেভের মূল প্রতিপাদ্য ছিল “The Future of Insights: Bridging Traditional and Digital Age”, যার মাধ্যমে তুলে ধরা হয় চলমান বাজার গবেষণা পদ্ধতির সঙ্গে আধুনিক ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা। কনক্লেভের লক্ষ্য ছিল একটি সমন্বিত জ্ঞান বিনিময়ের প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে আলোচনায় উঠে আসে বাজার গবেষণার আধুনিক পদ্ধতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বিগ ডেটা, ক্লাউড বেইজ...