
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করলো ফেনী জেলা
২৮শে এপ্রিল বিকাল ৪টায় ফেনীর জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম এবং ক্রীড়া অফিসার হেনা আক্তারের উপস্থিতিতে দল ঘোষণা এবং দলটির জার্সি এবং টি-শার্ট উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেনী সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল আনোয়ার শিমুল, নোফেল স্পোর্টিং ক্লাবের হেড কোচ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।দলটির ম্যানেজার হিসেবে রয়েছে সাবেক ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য আফসারুল হাই উজ্জ্বল, কোচ হিসেবে রয়েছে সাবেক আরামবাগ ক্লাবের ক্যাপ্টেন আবু সুফিয়ান জাহিদ।ফেনী জেলা দলে মোট ১৯ জন খেলোয়াড় ডাক পেয়েছে তাঁরা হলেন:- সিফাত, রাসুল, রবিন, সাইদুল, রাব্বানী, রাকিব (১), অনিক, রাকিব(২), মাইনউদ্দীন, সাকিব, সানোয়ার, ইমন, হামিম, ইয়াসিন, রিসাত, অন্তর, জিসান, মেহেদী এবং রানা।অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম বলেন, আমি ফেনী জেলায় আসার পর, এটা ফেনী জেলা দলের প্রথম কোন বড় প্রত...