
‘ভুলের’ জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ
জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন বাবা। আর বাবার এই ‘ভুলের’ জন্য ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সকালে ঠিকাদারি লাইসেন্সের কয়েকটি কাগজ সংযুক্ত করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ক্ষমা প্রার্থনা করেন উপদেষ্টা।ওই পোস্টে তিনি লিখেন, ‘প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল (বুধবার) রাত ৯ টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের (জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইস্যুকৃত) একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে। নানা আলোচনা-সমালোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেয়ার প্রয়োজনবোধ করলাম।’
উপদেষ্টা আরও লিখেন, ...