Friday, July 4
Shadow

গাজায় খানের ইউনুসে ৮৩.৫ শতাংশ ফিলিস্তিনিকে উচ্ছেদ করল ইসরাইলঃ নিহত ১১৮ জন

আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েলি সেনাবাহিনীর জোরপূর্বক উচ্ছেদের কারণে গত ১৮ মার্চ থেকে দক্ষিণ গাজার খান ইউনুস শহরের ৮৩.৫ শতাংশ এলাকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়া হয়েছে। এই নগরীর বিস্তীর্ণ অঞ্চল এখন কার্যত ফাঁকা হয়ে পড়েছে।

এদিকে, গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জন ত্রাণ গ্রহণের সময় হামলার শিকার হন। আহত হয়েছেন আরও ৫৮১ জন।

এই প্রেক্ষাপটে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে এবং দেশটির সঙ্গে সবধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন বন্ধ করে দেয়। তিনি ইসরায়েলের বিরুদ্ধে গাজায় “গণহত্যামূলক অভিযান” চালানোর অভিযোগ এনেছেন।

অন্যদিকে হামাস জানিয়েছে, তারা গাজায় একটি সাময়িক যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনা করছে। এই প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

গাজায় ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত ৫৭ হাজার ১৩০ জন নিহত এবং ১ লাখ ৩৪ হাজার ৫৯২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০-র বেশি মানুষ জিম্মা করে নেওয়া হয়।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *