Thursday, July 3
Shadow

চীনের কুয়াংচৌ ও উজবেকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু

সম্প্রতি দক্ষিণ চীনের কুয়াংচৌ শহর ও উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের মধ্যে সরাসরি বিমান চলাচল চালু হয়েছে।নতুন রুটটি সপ্তাহে তিন দিন—সোমবার, বুধবার ও রবিবার বেইজিং সময়সন্ধ্যা ৭:৩৫ মিনিটে কুয়াংচৌ থেকে তাসখন্দে স্থানীয় সময় রাত ১১:৫০-এ পৌঁছাবে।

তাসখন্দ থেকে প্রতি সোমবার, মঙ্গলবার ও শনিবার কুয়াংচৌতে ফ্লাইট আসবে।

কুয়াংচৌ থেকে যাওয়া প্রথম ৩০ জনের পর্যটক দলটি ভ্রমণ করেন ঐতিহাসিক সমরকন্দ শহরে, যা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থান ও বিশ্বের প্রাচীন শহরগুলোর একটি।

এ বছর কুয়াংচৌ থেকে কাজাখস্তান ও উজবেকিস্তানে একাধিক সরাসরি রুট চালু হয়েছে, যা চীন ও মধ্য এশিয়ার যোগাযোগ জোরদার করছে।

নতুন রুটটি কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়া ও মধ্য এশিয়ার মধ্যে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের ‘এয়ার সিল্ক রোড’ প্রতিষ্ঠা করেছে বলেও জানিয়েছেন অনেকে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *