
বিমান দুর্ঘটনা কি এখন বেশি ঘটছে
সম্প্রতি কয়েকটি হাই-প্রফাইল দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যবহারকারী দাবি করেছেন, বিমান দুর্ঘটনা নাকি বেড়ে চলেছে। অনলাইনে ভয়াবহ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ও সংকটময় পরিস্থিতি দেখা গেছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ধরনের শঙ্কা কমানোর চেষ্টা করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বিমান দুর্ঘটনাগুলো ছিল ‘একদমই ব্যতিক্রমধর্মী’।
ডাফির এই মন্তব্য আসে কয়েকটি গুরুতর দুর্ঘটনার পর, যার মধ্যে একটি ছিল জানুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে একটি বাণিজ্যিক বিমান ও একটি সামরিক হেলিকপ্টারের মধ্যকার আকাশে সংঘর্ষ, যেখানে ৬৭ জন নিহত হয়। এ ছাড়া কানাডার টরন্টোতে খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণের সময় একটি বিমান উল্টে যাওয়ার ঘটনাও অনলাইনে ছড়িয়ে পড়ে ও আতঙ্ক আরো বাড়ায়।
যদিও এই বিষয়ে জনমত জরিপ সীমিত...