Saturday, July 26
Shadow

শেরপুরে সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

আনিছ আহমেদ, শেরপুর : শেরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. সোহেল রানা (৩৫)কে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২২জুলাই) রাতে তাকে জেলার সদর উপজেলার শিমুলতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল রানা উপজেলার টিকারচর এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে 

মঙ্গলবার দিবাগত রাতে সিপিসি-১, র‌্যাব-১৪,জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার সদর উপজেলার শিমুলতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় শেরপুর জেলার পারিবারিক মোকদ্দমা নং-৮৭/২০১৭ এবং সিআর-৮৭/১৭, প্রসেস নং-২৫৬/২৪ এর এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মো. সোহেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর জেলার সদর থানায় বুধবার সকালে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *