
দাম্পত্যে ভালোবাসা ও সহবাস: সম্পর্ক রক্ষার অবহেলিত সেতু
লেখক: জেমস আব্দুর রহিম রানা
দাম্পত্য সম্পর্ক মানবজীবনের সবচেয়ে প্রগাঢ় এবং জটিল সম্পর্কগুলোর মধ্যে একটি। এটি শুধুই সামাজিক বা আইনগত বন্ধন নয়; এটি প্রেম, বোঝাপড়া, দায়িত্ববোধ, আস্থা এবং পারস্পরিক সম্মানের এক সমন্বিত জাল। প্রতিটি দম্পতির জীবন একটি জীবন্ত গল্প। বহুবছর সংসার টিকে থাকলেও তা সুখী হয় না। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও অন্তরে জমে থাকে দূরত্ব, একাকীত্ব এবং সম্পর্কের ফাঁক।
দাম্পত্যে দূরত্বের মূল কারণ প্রায়শই ভালোবাসার অভাব, সহবাসে অনীহা এবং একে অপরকে বোঝার অক্ষমতা। সহবাস কেবল শারীরিক মিলন নয়; এটি আবেগের আদান-প্রদান, মানসিক শান্তি এবং সম্পর্ককে নবায়িত করার একটি গুরুত্বপূর্ণ সেতু। সহবাসকে অবহেলা করলে সম্পর্ক দুর্বল হয়, ঘনিষ্ঠতা হারায় এবং সংসার শুধু বাহ্যিকভাবে টিকে থাকে।
দাম্পত্যে আবেগ, ঘনিষ্ঠতা এবং সহবাসের গুরুত্ব অপরিসীম। এটি সম্পর্ককে সুগভীর, স্থায়ী এবং...