
“সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা-সমৃদ্ধ সমাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা “সেরাদের সেরা ২০২৫”
এবারের সিজন-৬ এ প্রতিযোগিতার বিষয়:গান, অভিনয় ও আবৃত্তি
রেজিস্ট্রেশনের শেষ সময়: ০১ অক্টোবর ২০২৫গ্রুপ: ক ও খ দুই ভাগেমোট পুরস্কার: নগদ ২০ লক্ষ টাকাপুরস্কারচ্যাম্পিয়ন: নগদ ১ লক্ষ টাকা, ক্রেস্ট ও সনদ১ম রানার আপ: নগদ ৭৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ২য় রানার আপ: নগদ ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ৪র্থ ও ৫ম স্থান: ক্রেস্ট, সনদ ও নগদ অর্থএছাড়াও ৬ষ্ঠ থেকে ১০ম স্থান পর্যন্ত ক্রেস্ট, সনদসহ সকলের জন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার
নিয়মাবলি১. প্রতিযোগিতা থানা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।
২. প্রতিটি বিষয়ে ক ও খ গ্রুপ থাকবে।ক গ্রুপ: ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত (মেয়েদের ক্ষেত্রে ৪র্থ শ্রেণি পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে)।খ গ্রুপ: ৯ম থেকে মাস্টার্স পর্যন্ত।
৩. অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীরা সসাসের ওয়েবসাইট (www.sosasbd.org) এ প্রবেশ করে সেরাদের সেরা ব্লকে গিয়ে রেজিস্ট্রেশন ফরম যথাযথভাবে পূরণ করে...