সীমিত জনবল ও নানা প্রতিকূলতার মধ্যেও আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. রোকসানা হ্যাপি
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব গ্রহণের পর থেকে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনগণের আস্থা ফেরাতে দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রোকসানা হ্যাপি। সীমিত জনবল ও নানা প্রতিকূলতার মধ্যেও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তিনি স্বাস্থ্যসেবা নিশ্চিত করছেন।২০১৯ সালের ৩১ ডিসেম্বর যোগদানের পর থেকে হাসপাতালের চিত্র বদলে যায়। আগে যেখানে দৈনিক আউটডোর রোগী ছিল ৫০-৬০ জন, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০০-৫০০ জনে। ইনডোরে ভর্তি রোগীর সংখ্যা ১০-১২ জন থেকে বেড়ে হয়েছে ৬০-৭০ জনে। প্রতিদিন গড়ে ৪০-৫০ জন জরুরি রোগী চিকিৎসা নিচ্ছেন।ডা. হ্যাপি বলেন, “২৫ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র ৫ জন দিয়ে সেবা চালাচ্ছি। ডাক্তার, নার্স ও স্টাফরা আন্তরিকতার সঙ্গে কাজ করছে।”প্রায় ৬ বছর বন্ধ থাকার পর তার উদ্যোগে হাসপাতালে পুনরায় সিজারিয়ান অপার...