লাতিন আমেরিকার বাজারে চীনা স্মার্টফোনের জয়জয়কার
শপিংমল থেকে রাস্তাঘাট—লাতিন আমেরিকার সবখানেই এখন দেখা যাচ্ছে চীনা ব্র্যান্ড শাওমি, ওপ্পো ও হুয়াওয়েইর ফোন। সাশ্রয়ী দামে সর্বোচ্চ প্রযুক্তিতে নির্মিত চীনের এসব ফোনের প্রতি আনুগত্য দেখাতে দেরি করছেন না লাতিন ক্রেতারাও।
সিঙ্গাপুরভিত্তিক বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান ক্যানালিসের তথ্যমতে, এখন লাতিন আমেরিকার স্মার্টফোন বাজারের ৬০ শতাংশেরও বেশি চীনা ব্র্যান্ডগুলোর দখলে। পেরুতে এ হার প্রায় পৌঁছেছে ৭০ শতাংশে।
অনলাইনে ২৫ লাখেরও বেশি ফলোয়ার আছে পেরুর প্রযুক্তি বিশেষজ্ঞ লিওনেল দেলগাদোর। তিনি জানালেন, ‘চীনা নির্মাতারা সাহসী ও উদ্ভাবনী। তারা ঝুঁকি নেন এবং সবসময় নতুন ফিচার যোগ করতে চান। এখন দেখা যাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু দামী ফোনেই নয়, মাঝারি দামের ফোনেও সংযুক্ত হচ্ছে— যা ব্যবহারকারীদের জন্য দারুণ এক মূল্য সংযোজন।’
লাতিন আমেরিকায় চীনা ফোন জনপ্রিয় হওয়ার পেছনে ভূমিকা রেখেছে আরও ক...









