ভোটে দারুণ এগিয়ে মিথিলা, কোন অবস্থানে আছেন এখন?
১২১টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে থাইল্যান্ডে শুরু হয়েছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। নানা ধরণের কার্যক্রম ও প্রতিযোগিতার মধ্য দিয়ে জমজমাটভাবে চলছে এই আয়োজন। এরই মধ্যে শুরু হয়েছে দর্শকদের ভোটে বিভিন্ন বিভাগে মূল্যায়ন।
‘পিপলস চয়েস’ বিভাগে বাংলাদেশি প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ১ লাখ ৯২ হাজার ৩১৩ ভোট পেয়ে উঠে এসেছিলেন তৃতীয় স্থানে। তখন তাঁর সামনে ছিলেন কেবল ফিলিপাইন ও চিলির প্রতিযোগী। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও এক ধাপ এগিয়ে গিয়ে ভোরে উঠে আসেন দ্বিতীয় অবস্থানে। ভোট গ্রহণ চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত।
শুধু ‘পিপলস চয়েস’ নয়, আরও কয়েকটি বিভাগেও এগিয়ে আছেন মিথিলা—
বেস্ট ন্যাশনাল কস্টিউম: প্রথম
মিস কনজেনিয়ালিটি: দ্বিতীয়
বেস্ট ইভিনিং গাউন: দ্বিতীয়
বেস্ট স্কিন: তৃতীয়
বর্তমানে ফুকেটের অনুষ্ঠান শেষ করে মিথিলা অবস্থান করছেন ...
