
থিয়ানকং স্টেশনে ব্যস্ত সপ্তাহ কাটালেন চীনা নভোচারীরা
চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে শেনচৌ–২০ এর তিন নভোচারী গত সপ্তাহে নানা গুরুত্বপূর্ণ কাজ করেছেন।
সম্প্রতি চায়না ম্যানড স্পেস এজেন্সির খবরে জানা গেল, কমান্ডার ছেন তোং, ছেন চোংরুই ও ওয়াং চিয়ে গত সপ্তাহে থিয়ানচৌ-৯ কার্গো ক্রাফটে আনা দুটি নতুন ইভিএ স্যুট আনপ্যাক করেন। ডি ও ই মডেলের এই স্যুট আগে ৩ বছরে ১৫ বার ব্যবহারের সুযোগ ছিল, এখন তা ৪ বছরে ২০ বার হয়েছে। স্যুটগুলো পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করেন তিন নভোচারী।
জীববিজ্ঞান গবেষণায় তারা অর্গান-অন-আ-চিপ প্রযুক্তি ব্যবহার করেন, যাতে মহাকাশে মস্তিষ্কে রক্ত চলাচল সংক্রান্ত বাধা নিয়ে আরও জানা যায় এবং কোষ, টিস্যু ও অঙ্গ পর্যায়ে মস্তিষ্কের কার্যকারিতার প্রভাব বোঝা যায়।
এ ছাড়া হাড়ের বিপাকীয় নিয়ন্ত্রণ, মাইক্রোবায়োটা ও পুষ্টিগত বিপাক নিয়েও পরীক্ষা হয়। কমান্ডার ছেন তোং রামান স্পেকট্রোস্কোপি দিয়ে প্রস্রাবের উপাদানের বিপাকীয...