
ঘুরে আসুন সিচাংয়ের পেলখু লেক থেকে
আফরিন মিম, সিএমজি বাংলা: চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের উঁচু ভূমিতে অবস্থিত লেক পেলখু। এ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্রকর্ম। বরফঢাকা পর্বতশৃঙ্গের প্রতিবিম্বে ভরা স্বচ্ছ জলরাশি, পাহাড়-ঘেরা প্রশান্ত পরিবেশ, এই লেক প্রকৃতির সৌন্দর্য ও বৈচিত্র্যের এক নিঃশব্দ সাক্ষ্য।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৫৯০ মিটার উঁচুতে অবস্থিত এই পেলখু লেক। মাউন্ট ছোমোলাংমা (এভারেস্ট) জাতীয় প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের সবচেয়ে বড় অন্তর্দেশীয় হ্রদ। এটি প্রায় ৩০০ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত, যার আকৃতি দেখতে অনেকটা লাউয়ের মতো। লেকটির তিন দিক পাহাড়ে ঘেরা এবং এর মাত্র ৬০ কিলোমিটার দক্ষিণে মাথা তুলে দাঁড়িয়ে আছে মাউন্ট শিশাফোংমা।এটি বিশ্বের ১৪তম উচ্চতম পর্বত, যার উচ্চতা ৮ হাজার ২৭ মিটার।
পেলখু লেক একটি টেকটনিক বা ভূ-গাঠনিক হ্রদ, যার একটি অনন্য বৈশিষ্ট্য হলো এর পানির গঠন—দক্ষিণ অংশে মিষ্টি পানি আর উত্তরে লবণাক্ত...