
নাসির নগরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা জিতু মিয়া গ্রেফতার
খ. ম. জায়েদ হোসেন, নাসির নগর ( ব্রাহ্মণ বাড়ীয়া)থেকেঃ ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিতু মিয়াকে গ্রফতার করা হয়েছে।
৪ জুলাই রাত ৯ ঘটিকায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের তার নিজ গ্রামের বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
নাসির নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম বলেন, মোঃ জিতু মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তারই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গত ১ লা সেপ্টেম্বর ২৪ ব্রাহ্মণ বাড়ীয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামী করে একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। ঐ মামলার ২৮ নম্বর আসামী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিতু মিয়া। ...