মান্দায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে জামায়াতে ইসলামী বাংলাদেশের মতবিনিময়
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ইলেককট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ইলিয়াস খান এর সঞ্চলনায় ও আমীর ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য,বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার মুহাঃ আব্দুর রাকিব। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক নজরুল ইসলাম,রেজাউল ইসলাম ও কাজী কামাল হোসেন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল ইসলাম, উপজেলা ...

