মান্দায় নবাগত সহকারী কমিশনারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. নাবিল নওরোজ বৈশাখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, মান্দা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব ও বাইতুল মাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমূখ।এসময় তারা সহকারী কমিশনারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ অত্র এলাকার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ নবাগত এসিল্যান্ডের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।...



