নতুন রূপে জেগে উঠছে সিচাংয়ের লাসা
রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি : দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসা নতুন রূপে জেগে উঠছে। এক হাজার ৩শ’ বছরের পুরনো ঐতিহ্যের এই শহরে লাসা নদীর দু’পাড়ে নির্মিত হয়েছে নতুন ইকো-করিডোর, যার দৈর্ঘ্য ৪.১ কিলোমিটার। এই প্রকল্পটি লাসা শহরের পানি ব্যবস্থাপনা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পের দ্বিতীয় ধাপের অংশ। এটি শহরের কেন্দ্রস্থলের সঙ্গে সংযুক্ত করছে সিয়ানচু আইল্যান্ড এবং সুন আইল্যান্ডকে।
প্রকল্পে রয়েছে স্লুইস গেট মজবুতকরণ, ব্রিজ নির্মাণ, নদীপাড়ের পরিবেশ উন্নয়ন এবং স্মার্ট ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। পানি চলাচলের পথকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি শহরের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে আবার নদীতে ফিরে যায়। এমনটিই জানিয়েছেন পানিসম্পদ দফতরের উপপরিচালক চাং চ্যংফিং।
"আমরা চোংকান খালের মাধ্যমে নদীর পানি শহরের ভেতর আনি, তারপর তা পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়ে আবার নদীতে ফির...








