চীনা জাতির পুনর্জাগরণ অপ্রতিরোধ্য: বিজয় দিবসের কুচকাওয়াজে প্রেসিডেন্ট সি চিনপিং
চীনা জাতির পুনর্জাগরণ অপ্রতিরোধ্য—বুধবার এভাবেই ঘোষণা দিলেন প্রেসিডেন্ট সি চিনপিং। এ দিন চীনা জনগণের জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধ ও বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী স্মরণে, বেইজিংয়ের থিয়ানআনমেন মহাচত্বরে, একটি বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। বুধবার সকালে কুচকাওয়াজের অংশ হিসেবে, বিমান, যুদ্ধবিমান, বোমারু বিমান, এবং সামরিক পরিবহন বিমানের সমন্বয়ে গঠিত একটি আকাশযান দল, থিয়ানআনমেন মহাচত্বরের উপর দিয়ে উড়ে যায়। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিএমজির একাধিক খবরে এসব তথ্য জানা গেছে।
কুচকাওয়াজের নানা প্রদর্শনীতে দেখানো হয় চীনের স্থলযুদ্ধের সক্ষমতা, আকাশ প্রতিরোধ ব্যবস্থা, লজিস্টিক সাপোর্ট, আনম্যানড কমব্যাট, নৌ-যুদ্ধ ও তথ্য-যুদ্ধের সক্ষমতাসহ সামগ্রিক সামরিক উদ্ভাবন। এ ছাড়া কুচকাওয়াজে স্থল, সমুদ্র ও আকাশভিত্তিক কৌশলগত পারমাণবিক শক্তি তথা নিউক্লিয়ার ট্রায়া...








