Friday, September 19
Shadow

Tag: কিটো ভাই

কেন অভিনয় ছেড়েছেন ‘কিটো ভাই’?

কেন অভিনয় ছেড়েছেন ‘কিটো ভাই’?

বিনোদন
‘এ গেদু, সমেস্যা কী’—শিরোনামে একটি গান গেয়ে পাঁচ বছর আগে সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয়েছিলেন কন্টেন্ট ক্রিয়েটর ‘কিটো ভাই’। দেশে যখন করোনা হানা দেয় সেসময় উকুলেলে বাজিয়ে বরিশালের ভাষায় তিনি গেয়েছিলেন ঘরে থাকার সচেতনতামূলক গান। এক গানেই হয়ে যান ভাইরাল, রাতারাতি পান জনপ্রিয়তা। তবে ‘কিটো ভাই’ নামে চিনলেও তার আসল নাম মাশরুর ইনান। এর পরের বছরেই গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন মাশরুর ইনান। আদনান আল রাজীব পরিচালিত সেই বিজ্ঞাপনটি আর প্রচারের মুখ দেখেনি। এরপর থেকেই নিজের চ্যানেলের জন্য তৈরি করতে থাকেন বিভিন্ন রকমের কন্টেন্ট। কন্টেন্ট ক্রিয়েটর হলেও ‘কিটো ভাই’ গান গাইতে বেশ পছন্দ করেন। বলা যায়, এটাই তার স্বপ্ন।  এরপর মাশরুর নাম লিখিয়েছিলেন অভিনয়ে। মাহমুদুর রহমান হিমি পরিচালিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’ এ। সেখানে ‘পাপ্পু ভাই’ চরিত্রে হাজির ...