যশোরে ডিসি বদলি: প্রশাসন, রাজনীতি ও জনস্বার্থের সূক্ষ্ম সেতুবন্ধন
।। জেমস আব্দুর রহিম রানা।।
রাষ্ট্র পরিচালনার মূল স্তম্ভ হলো প্রশাসন। এটি কেবল একটি দপ্তর বা নিয়ম-কানুনের সমষ্টি নয়; বরং এটি সেই কাঠামো, যার ওপর রাষ্ট্রের স্থিতিশীলতা, নীতি বাস্তবায়ন এবং জনগণের আস্থা নির্ভর করে। বাংলাদেশে প্রশাসনিক বদলি কখনোই শুধুমাত্র একটি দাপ্তরিক রদবদল নয়। প্রতিটি পদায়ন, বদলি এবং কর্মকর্তার স্থানান্তর লুকিয়ে রাখে সময়ের রাজনৈতিক বাস্তবতা, নীতি-অভিমুখ, কেন্দ্রের প্রশাসনিক অগ্রাধিকার এবং ক্ষমতার কাঠামোর প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি।
সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামকে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব হিসেবে বদলি এবং তাঁর স্থলে আশেক হাসানের নিয়োগ কেবল একটি প্রশাসনিক পরিবর্তন নয়; এটি রাজনৈতিক, প্রশাসনিক এবং নীতিগত বার্তা বহন করছে। প্রজ্ঞাপনে উল্লেখ আছে, “জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।” সংক্ষিপ্ত এই বাক্যাংশের আড়ালে...



