শোকে বিদীর্ণ হৃদয়
- শাহ আলম জাহাঙ্গীর শ্রাবণধারার মতোঅঝোর ধারায় ঝরছে অশ্রুবইছে শোকের অবিরল ধারাশতসহস্র স্রোতস্বিনীকচিমুখের করুণকান্নাবুক ফেটে চৌচিরআগুনের লেলিহান শিখাকেড়ে নিলো কতো কচি প্রাণকতো আশা কতো স্বপ্ন কচি বুকেস্বপ্নবাজ শিশুশিক্ষার্থীরা পুড়ে গেলো নিমিষেশত মা-বাবার কলিজার টুকরোছাই হলো চোখের পলকেএইখানে এই সবুজ চত্বরেএই প্রিয় প্রাঙ্গণেআর ফেরা হবেনাপিঠে কাঁধে স্কুলব্যাগ ঝুলিয়েদৌড়ে হৈ-হুল্লোড় করেমুখরিত হবে না ক্যাম্পাসবই খাতা পেন্সিলটিফিন বক্সজুতো, আইডি কার্ডসবি পড়ে আছে বিক্ষিপ্ত ভাবেজীবন্ত লাশ হলো শিক্ষক শিক্ষার্থীছুটির ঘন্টা বাজলো ঠিকইসেতো জীবনের শেষঘন্টাঅমোঘ নিয়তি ওদেরপাষাণে মাথাকুটে মরে মা_বাবা,আত্মীয়স্বজনসতীর্থ শত সহপাঠীদের বুকফাটা কান্নায়শোকে আজ বিদীর্ণ হৃদয়প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ডলীতেআবৃত সমস্ত আকাশ।।
জুনায়েত, রাইসামনি, উক্য চিং মারমার মতোকতো কচিপ্রাণ নিমিষেই হলো বলিতর...