
গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্বেগ ও তীব্র নিন্দা
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে প্রকাশ্যে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে। জনবহুল এক এলাকায় একজন সাংবাদিককে এভাবে নির্মমভাবে হত্যা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির করুণ চিত্র তুলে ধরে।
আজ ৮ আগস্ট ২০২৫, শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।
নেতৃদ্বয় বলেন, মৃত্যুর পূর্বে সাংবাদিক তুহিন চান্দনা চৌরাস্তা এলাকার ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করেন এবং রাস্তার অব্যবস্থাপনার বিষয়ে জনসচেতনতা তৈরি করার চেষ্টা করেন। এর কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তাঁকে...