
ছুটে চলেছে চীনের রোবট শিল্প
২০২৫ সালের শুরু থেকেই চীনের রোবট শিল্পে জয়জয়কার। প্রযুক্তিগত এ উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে ঘটছে শিল্পোন্নয়নও। চীনজুড়ে এখন পর্যন্ত ৫০টিরও বেশি রোবট প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ শুরু হয়েছে বিভিন্ন খাতে।
শুধু হিউম্যানয়েড রোবট নয়, সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে সামগ্রিকভাবেই চীনের রোবট শিল্প এগিয়েছে বেশ খানিকটা।
সম্প্রতি দক্ষিণ চীনের শেনচেনে ১০ কিলোমিটার দীর্ঘ একটি ‘ইনোভেশন করিডোর’ চালু হয়েছে শুধু রোবটিক্স ও এমবডিড এআইয়ের ব্যবহারিক কেন্দ্র হিসেবে।
‘রোবট উপত্যকা’ নামে পরিচিত এই এলাকা এখন রোবট প্রযুক্তি ও উদ্ভাবনের জমজমাট কেন্দ্র। এখানে সেন্সর, থ্রিডি ভিশন, ও লার্জ মডেল প্রশিক্ষণ কোম্পানিগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় তৈরি হয়েছে।
২০২৫ সালের প্রথম ছয় মাসে চীনে শিল্প রোবট উৎপাদন বেড়েছে ৩৫.৬ শতাংশ এবং সেবা সংক্রান্ত রোবট উৎপাদন বেড়েছে ২৫.৫ শতাংশ।
বর্তমানে চীনে ৯ লাখ ৩০ হাজ...