পাইকগাছায় তুচ্ছ ঘটনায় হামলা ও মারপিটে মা-ছেলে আহত; থানায় এজাহার দাখিল
পাইকগাছা: পাইকগাছার তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলা-মারপিটে মা-ছেলে আহতের ঘটনায় থানায় এজাহার হয়েছে। চিকিৎসাধীন আহত ময়না রানীর ছেলে চাঁদখালীর মৌখালীর বাসিন্দা রবীন্দ্রনাথ সানা বাদী হয়ে অভিযুক্ত মনোরঞ্জন সানা গংদের বিরুদ্ধে বুধবারে থানায় এজাহার দাখিল করেছেন।
জানাগেছে, অতিবৃষ্টিতে মাছ ধরতে বিলে জালপাতা নিয়ে এ ন্যাক্কার জনক মারপিটের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রবীন্দ্রনাথ নাথ সানা জানান, ক'দিনের অতিবৃষ্টিতে বিলে মাছ ধরতে ১৮ জুন সকালে আমার জমিতে ভাগ্নে ৮ম শ্রেণির ছাত্র শক্তি মন্ডল (১৪) জাল পাতে। ঐদিন কেন কারণ ছাড়াই প্রতিবেশি মনোরঞ্জন সানা সেই জাল টেনে-হেঁচড়ে ছিড়ে ফেলে দেয়। ঘটনা সস্পর্কে শিশু শক্তি জানান, ঘটনার দিন বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দেখি মনোরঞ্জন সানা আমার দাদু শিবপদ সানার জমি থেকে কারেন্ট জাল তুল...