
শেনচেনের চিকিৎসায় গতি আনছে এআই
চিকিৎসা খাতের আধুনিকীকরণে আরও এক ধাপ এগিয়েছে চীনের শেনচেন। দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের এ শহরে স্থানীয় পর্যায়ের চিকিৎসা সেবায় গতি আনতে চালু হয়েছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত স্বাস্থ্যসেবা প্রযুক্তি। এতে স্থানীয় ক্লিনিকগুলো যেমন উপকৃত হচ্ছে, তেমনি রোগীরাও সেবা পাচ্ছেন দ্রুত।
শহরের শতাধিক কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে এখন পর্যন্ত ৪৫০টির বেশি এআইচালিত চিকিৎসা যন্ত্র বসানো হয়েছে।
বাও’আন জেলার তোংথাং কমিউনিটি হেলথ সেন্টারে চালু হয়েছে এক বিশেষ এআই-সহায়ক টিসিএম রোবট, যা রোগীকে প্রাথমিকভাবে দেখে রোগের সম্ভাব্যতা শনাক্ত করতে পারে। এতে চিকিৎসকেরা দ্রুত রোগীর অবস্থা বুঝে ব্যবস্থা নিতে পারছেন।
বুদ্ধিমান চিকিৎসা যন্ত্রগুলোর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় আকুপাংচার, মোক্সিবাস্টন ও মালিশ করার ব্যবস্থা। এতে চিকিৎসকরাও কম চাপের মধ্যে কাজ করতে পারছেন।
তোংথাং স্বাস্থ্যকেন্দ্...