
ইন্টার মিলনের কাছে বায়ার্ন মিউনিখ পরাজিত
শেষ ২২ ম্যাচ নিজেদের ঘরের মাঠে অপরাজিত বায়ার্ন মিউনিখ। তাদের মুখ থেকেই যেনো খাবার ছিনিয়ে আনলো সিমন ইনজাগিরের ইন্টার মিলান।
ইনজাগি আসার পর থেকেই ইন্টার আবারো ভালো করা শুরু করেছে চ্যাম্পিয়নস লীগে। শেষ কয়েকবছর তারা বেশ ভালোই করছে এখানে, তবে আজকের ম্যাচে বায়ার্নের কয়েকজন মেইন খেলোয়াড়ের ইঞ্জুরি ইন্টারের জয়টাকে সহজ করেছে।
ইন্টারের জয়ের সবচেয়ে বড় ভূমিকার কথা বলতে গেলে নাম আসে লাউতারো মার্টিনেজ ও ইয়ান সমারের। ম্যাচে লাউতারোর গোলটা একদম মনে ধরে থাকার মতোই, আপনি পায়ের বাইরের অংশের ঐ গোলটা বারবার দেখেও বিরক্ত হবেন না, প্রতিবারই গোলটা দেখে ভালো লাগবে আপনার।
এ সিজনে চ্যাম্পিয়নস লীগে লাউতারো মার্টিনেজ স্টার্ট করেছে ৬ টি ম্যাচে এবং চ্যাম্পিয়নস লীগে লাউতারোর গোল ৭ টা। লীগে একটু ফর্ম ডাউন গেলেও চ্যাম্পিয়নস লীগে এক ভিন্নরকম আশা জাগাচ্ছেন এল তোরো।
ম্যাচে ছয় ছয়টি সেভ ইয়ান সমারের। শেষ কয়েকবছর ইউরোপ...