
দুর্নীতিবাজরাই ইসলামী আন্দোলনের উত্থানকে ভয় পায়-ঝিনাইদহে গণসমাবেশে পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম- পীর চরমোনাই বলেছেন, ক্ষমতা প্রেমিক ও দূর্নীতিবাজরাই ইসলামী আন্দোলনের রাজনৈতিক উত্থানকে ভয় পায়। এজন্য তারা ইসলামী আন্দোলনকে বিতর্কিত করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ইসলামপন্থীদের গণজাগরণ দেখে তাদের মাথা অর্ধেক পাগল হয়ে গেছে। আগামীতে ইসলামের বিজয় দেখে ওদের মাথা পরিপূর্ণ পাগল হয়ে যাবে।
মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ পায়রা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখা আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশটা লুটপাট করেছে। তার মন্ত্রী, এমপি ও সাধারণ নেতা-কর্মীরা কোটি কোটি টাকার মালিক হয়েছে।
তিনি আরো বলেন, আমরা আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, বিএনপিকে দেখেছি। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হতে দেখিনি। তাই দেশে ইনসাফ প্রতিষ্ঠা কর...