
চীনের বিসিআই প্রযুক্তিতে ধরা পড়বে মস্তিষ্কের টিউমার সীমানা
মস্তিষ্কের গভীরে থাকা টিউমারের সীমানা সুনির্দিষ্টভাবে নির্ধারণে ইমপ্লান্টযোগ্য মাইক্রোইলেক্ট্রোড অ্যারে ব্যবহারের সফল পরীক্ষা সম্পন্ন করেছেন চীনের গবেষকরা। এর মাধ্যমে ইমপ্লান্টযোগ্য ক্লিনিক্যাল ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই প্রযুক্তিতে অর্জিত হলো গুরুত্বপূর্ণ অগ্রগতি।
গ্লিওমা বা মস্তিষ্কে ছড়িয়ে পড়া অন্যান্য টিউমারের মতো মস্তিষ্কের টিউমারগুলোর বৈশিষ্ট্য হলো—উচ্চহারে সংক্রমণ, উচ্চ মৃত্যুঝুঁকি এবং বারবার ফিরে আসা। এ ধরনের টিউমার দ্রুত বাড়ে। ফলে টিউমার টিস্যু ও স্বাভাবিক মস্তিষ্ক টিস্যুর সীমারেখা অস্পষ্ট হয়ে যায়। অস্ত্রোপচার, রেডিওথেরাপি কিংবা চিকিৎসার ফলাফল মূল্যায়নে সঠিকভাবে এ সীমানা নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হারবিন মেডিকেল ইউনিভার্সিটির নিউরোসার্জারি বিভাগের পরিচালক শি হুয়াইচাং জানালেন, প্রচলিত পরীক্ষায় টিউমারের আনুমানিক অবস্থান জানা যায়। তবে সার্জারির সময় কোনো ...