নিরাপত্তা উদ্বেগে জাপানি জলজ পণ্য আমদানি স্থগিত চীনের
জাপানি জলজ পণ্য আমদানি স্থগিত করার বিষয়টি জাপানকে জানিয়েছে চীন। বুধবার এ তথ্য জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
মাও বলেন, জাপান আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা চীনে রপ্তানি হওয়া জলজ পণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবে। কিন্তু এখন পর্যন্ত জাপান প্রতিশ্রুত নথি সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, চীনের তাইওয়ানসহ গুরুত্বপূর্ণ বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক ভুল মন্তব্য চীনে ব্যাপক জনঅসন্তোষ সৃষ্টি করেছে।
মাও বলেন, বর্তমান পরিস্থিতিতে—যদি জাপানি জলজ পণ্য চীনে রপ্তানিও হয়ে থাকে, তাও এগুলোর বাজার থাকবে না।
সূত্র: সিএমজি...








