জবিতে চলছে ৩ দিনব্যাপী বই প্রদর্শনী ও মেলা
“সৃজনের টানে, মিলি প্রাণে প্রাণের আয়োজনে” এই প্রতিপাদ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কবি-লেখক-পাঠক ফোরামের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী বই প্রদর্শনী ও মেলা ২০২৫। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের লেখা শতাধিক বই নিয়ে এই প্রদর্শনীতে সাজানো হয়েছে রঙিন আয়োজন।
রবিবার (১৭ আগস্ট) জবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কবি-লেখক-পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপী "বই প্রদর্শনী ও মেলা-২০২৫" এর যাত্রা শুরু হয়।
প্রদর্শনীতে আয়াতুল্লাহ আল মাহমুদের লেখা যেখানে দুঃখরা নিরাপদে বাঁচে, ইমরান হোসাইন আদিবের সংকট, নিয়তির কাঁটাতার, ফুলমানুষ, কাঠ গোলাপ, সানোয়ার হোসেনের অরবিন্দু, যে তুমি দীর্ঘতম দুপুরে, বুকের মিনারে বুনো কবুতর, মো.আসাদুজ্জামান আসলামের নয়নতারা,
প্রেক্ষাপট, কল্পিত নয়, সংমিশ্রণসহ আরো অনেক বই লক্ষ্য করা যায় যেগুলোর প্রতিটিতেই রয়েছে লে...






