তোমার প্রতীক্ষায়
মোঃ রেজাউল করিম
প্রেমের অনলে জ্বলছি সারাহৃদয় পিঞ্জিরা পুঁড়ে ছারখারওহে! নিদয়া পাষাণী বন্ধু-নিঃসঙ্গ লাগে তুমিহীন আমার।
লোহায় গড়া মনটি তোমারপাথরের মতন শক্ত,,কত যাতনা সয়ে গেছি বারহইনি তিক্ত বিরক্ত।
বসন্তের পাখিরা ফিরছে নীড়েকত গল্পের শুরু এইখানে,,রাতজাগা পাখি হয়ে এসোআজ কবিতা লিখি দু’জনে।
তোমার কাননে ফুটাবো ফুলগন্ধে মাতোয়ারা সবে,,সাক্ষী থাকুক চন্দ্র তারাভালোবাসা বৃথা নয় তবে।
মোঃ রেজাউল করিমজেলা কক্সবাজার।...

