ফিরে যদি আসো একদিন
একেএম নাজমুল আলম
সামনে রাখা মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে শেষবার নীলাঞ্জনা পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ –
“তুমি সব কিছুতেই তোমার কাজ, ভবিষ্যৎ আর স্বপ্ন নিয়ে এত ব্যস্ত, আমি কোথায় আছি সেটা কখনও ভেবেছো?”
তারপর থেকে আর কোনো উত্তর নেই।
দুই বছর আগের গল্প
সফল তখন থার্ড ইয়ারের ছাত্র, অদম্য স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছে—নিজেকে একজন সফল এন্টারপ্রেনার বানাবে।
আর ?
তার ক্লাসমেট, তার বন্ধু, তার প্রেম—সবই একসাথে।
কখনও গুলিস্তানের ফুটপাত ধরে হেঁটে চা খাওয়া,
কখনও মোহাম্মদপুরের নদীর ধারে বসে শুধু চুপচাপ থাকা—
সফলের জীবনে নীলাঞ্জনা ছিল একটি অনুভব, একটি সাহস, একটি ঘরের মতো নিরাপদ স্থান।
কিন্তু সফল ছিল স্বপ্নপিপাসু—
সে কাজ করত স্টার্টআপে, রাত জাগত, কোড লিখত,
বিনিয়োগ খুঁজত, ভবিষ্যৎ বানাত।
এবং একই সাথে দূরত্ব তৈরি করত।
নীলাঞ্জনা বলত, “ভালোবাসা মানে শুধু পা...



