
রক্তে কেনা মাতৃভূমি
আশরাফ বিন হানিফ
ছিল স্বাধীন দেশে স্বৈরশাসন,
দখলে ছিল প্রাণের মাটি।
রক্তের দামে এনেছি ফিরিয়ে,
আমার দেশের মাটি
প্রতিটি ঘাসে আজও শোনা যায়,
মুক্তির সেই গান।
রক্তে কেনা এই মাতৃভূমি,
নয় তো কারো দান।
রক্তে গড়া এই দেশের মাটি,
চিরকাল থাকবে আমার।
এই দেশের জন্য জীবন দেবো,
প্রতিটি ক্ষণে বারবার।