
প্রকৃতির বিস্ময় বহেরা, হজম থেকে স্মৃতিশক্তির সমস্যাসহ আরও যেসব সমাধান দেবে
একেএম নাজমুল আলম : বহেরা, বৈজ্ঞানিক নাম Terminalia bellirica, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নীচু পর্বতমালায় স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং প্রথাগতভাবে রাস্তা বা লোনে রোপণ করা হয় । এটি একটি বড়, পাতovisাঙ্কিত বৃক্ষ, গড়ে প্রায় ১২‑৫০ মিটার উচ্চতায় পৌঁছায় । পাতাগুলো শাখার প্রান্তে ঘনভাবে জমে এবং লম্বা হয়, যা গবাদি পশুর খাদ্য হিসেবে উপযোগী । এর বীজে প্রায় ৪০% তেল পাওয়া যায় যা জৈবডিজেলের ক্ষেত্রে ব্যবহারযোগ্য
কর্মবাহী দানবাৎসল গাছ: Charaka Samhita অনুযায়ী Bibhitaki নামক এই গাছ অতীতে রোগ, বিষাক্ততা ও বয়সরোধকারি হিসেবে পরিচিত ছিল ।
প্রাচীন গেমিং বীজ: মহাভারত ও ঋগ্বেদে লেখা আছে, এই গাছের বাদামী বীজ দিশা বোঝাতে বা খেলার জন্য ব্যবহার হত ।
Lodha উপজাতীয়রা বাদামি বীজ খেয়ে মস্তিষ্ক বা মেজাজের পরিবর্তন অনুভব করত—যা অতিরিক্ত গ্রহণে বমি ও বমি ভাব সৃষ্টি করতে পারে&n...