অনেক রোগ সারাবে কালমেঘ ভেষজ
একেএম নাজমুল আলম, কুষ্টিয়া: প্রকৃতির ভাণ্ডারে অসংখ্য ভেষজ গাছ রয়েছে, যেগুলো মানুষের দেহের রোগ প্রতিরোধে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। তেমনই একটি গাছ হলো কালমেঘ (বৈজ্ঞানিক নাম: Andrographis paniculata)। আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেকেই এই গাছ চেনেন, তবে এর বহুমুখী ঔষধি গুণ সম্পর্কে অনেকেরই ধারণা নেই।
কালমেঘ একটি তিক্ত স্বাদের ভেষজ গাছ, যা সাধারণত বর্ষাকালে বেশি জন্মায়। গাছের উচ্চতা ৩০ থেকে ১২০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। পাতাগুলো সবুজ, লম্বাটে এবং গাছের কাণ্ড নরম। শীতে এর ফুল ও ফল হয়।
অজানা তথ্য
কালমেঘকে বাংলায় “সব রোগের মহৌষধ” বলা হয়।
এ গাছের পাতার রস এতটাই তিক্ত যে, অনেক পোকামাকড়ও এটি খেতে সাহস পায় না।
প্রাচীন আয়ুর্বেদ, ইউনানি ও চীনা চিকিৎসায় কালমেঘ বহু রোগের প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত হয়।
এটি প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, য...