
মান্দা উপজেলার কলেজসমূহকে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের অধীনেই রাখার সিদ্ধান্ত গ্রহণ
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পর নওগাঁ জেলার মান্দা উপজেলার কলেজগুলো তাদের ভৌগলিক দূরত্ব ও সময়সংক্রান্ত সীমাবদ্ধতা তুলে ধরে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আওতায় থাকার আবেদন জানায়। গত সোমবার (২৮ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নাজিম উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, মান্দা উপজেলার কলেজসমূহ পূর্বের ন্যায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের অধীনেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।এর আগে, বগুড়া নতুন আঞ্চলিক কেন্দ্র চালুর পর নওগাঁসহ রাজশাহী বিভাগের কয়েকটি জেলার কলেজসমূহকে বগুড়া কেন্দ্রের অধীনে আনা হয়। তবে মান্দা উপজেলার কলেজগুলো এই পরিবর্তনের বিরোধিতা করে এবং তাদের সুবিধার্থে পুনরায় রাজশাহী কেন্দ্রের অধীনে ফেরানোর আবেদন করে।সেই আবেদন বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্...