
গণিতের বহুমুখী ব্যবহার: আধুনিক বিজ্ঞানের চালিকাশক্তি
সাদিয়া সুলতানা রিমি
গণিতকে প্রায়শই শুধুমাত্র একটি তাত্ত্বিক বিষয় হিসেবে বিবেচনা করা হয়, যা কেবল কাগজে-কলমে জটিল সমীকরণ সমাধানের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। আধুনিক বিশ্বের প্রতিটি কোণে, বিশেষ করে কম্পিউটার প্রোগ্রামিং, মহাকাশ বিজ্ঞান এবং অর্থনীতির মতো ক্ষেত্রগুলোতে গণিতের ব্যবহার অপরিহার্য। এই ক্ষেত্রগুলো গণিতের বিভিন্ন শাখা, যেমন - ক্যালকুলাস, লিনিয়ার অ্যালজেব্রা, পরিসংখ্যান, এবং অ্যালগরিদম থিওরির উপর নির্ভর করে তাদের কার্যক্রম পরিচালনা করে।
কম্পিউটার প্রোগ্রামিং এবং গণিত: এক অবিচ্ছেদ্য সম্পর্ক
কম্পিউটার প্রোগ্রামিংয়ের মূল ভিত্তিই হলো গণিত। কম্পিউটার একটি বাইনারি (0 এবং 1) সিস্টেমে কাজ করে, যা সরাসরি বুলিয়ান অ্যালজেব্রার একটি বাস্তব রূপ। যেকোনো প্রোগ্রাম লেখার জন্য, প্রোগ্রামারকে সমস্যাটিকে এমনভাবে ভেঙে ফেলতে হয় যাতে তা গাণিতিক যুক্তি এবং অ্...