
এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ব্যবস্থাপনায় ৩৩ কঠোর নির্দেশনা: যা মানতে হবে সকলকে
আসন্ন ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে প্রশ্নপত্র ব্যবস্থাপনায় কঠোর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।বিশেষ করে প্রশ্নপত্রের নিরাপত্তা, সঠিক সময়মতো সরবরাহ এবং নির্ভুল সেট নিশ্চিত করার বিষয়ে কেন্দ্র সচিবদের উদ্দেশে এক জরুরি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। পাশাপাশি সুষ্ঠু, নকলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ৩৩ দফা নির্দেশনাও জারি করা হয়েছে।
রোববার (১৫ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়, বিজি প্রেস থেকে পাঠানো প্রশ্নপত্র বাঁধাই স্টেটমেন্ট অনুযায়ী সঠিকভাবে এসেছে কি না, তা কেন্দ্রে যাচাই করতে হবে। যদি কোনো সেট কম বা বেশি থাকে, তাহলে ১৯ জুনের মধ্যে ই-মেইলের মাধ্যমে তা বোর্ডে জানাতে হবে। এই নির্দেশনাকে ‘অতীব জরুরি’ হিসেবে চিহ্ন...