
আমেরিকান পণ্যের বিরুদ্ধে কানাডা ও ডেনমার্কে বয়কটের ঢেউ
প্রিয় ক্যালিফোর্নিয়ার লাল মদ আর কিনছেন না টড ব্রেম্যান। কানাডার সশস্ত্র বাহিনীর সাবেক এই সদস্য এখন যুক্তরাষ্ট্রের পণ্য বর্জন করছেন। শুধু তিনিই নন—কানাডা, ইউরোপ ও বিশ্বের বিভিন্ন অঞ্চলে অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ও মিত্রদের প্রতি তার আচরণের প্রতিবাদে একই সিদ্ধান্ত নিচ্ছেন।
নোভা স্কোশিয়ার বাসিন্দা ব্রেম্যান বলেন, “আমার জীবনে আমি আমেরিকান বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আমাদের দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক বিবেচনায় এটা খুবই কষ্টদায়ক ও হতাশাজনক। তবে এখন সময় এসেছে অবস্থান নেওয়ার। আমি মনে করি, স্থানীয় পণ্য কিনে কানাডিয়ান ব্যবসাকে সমর্থন করা উচিত।”
তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্রেম্যান তাদের সব মার্কিন পণ্যের বিকল্প খুঁজে নিয়েছেন। তার আগের প্রিয় আমেরিকান রেড ওয়াইনের জায়গায় এখন স্থান পেয়েছে নোভা স্কোশিয়ারই ‘লাকেট ফোন বক্স রেড’। তবে কানাড...