১১ সন্তানের জনক অসহায় বৃদ্ধ তফের মণ্ডলের পাশে কেন্দ্রীয় বিএনপি নেতা এম.এ মতীন
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষ্মীরামপুর গ্রামের ১৩০ বছর বয়সী তফের আলী মণ্ডলের মানবেতর জীবনযাপন হৃদয় ছুঁয়ে গেছে অনেকের। হাড় জিরজিরে শরীর, নেই চলার শক্তি, নেই মাথা গোঁজার মতো একটি উপযুক্ত ঠাঁই। সরকারি জমিতে মরিচাধরা টিনের বেড়া ও ছাউনি দিয়ে বানানো একটি জরাজীর্ণ ঘরে দিন কাটছে তার।১১ সন্তানের জনক হলেও, শেষ বয়সে কারো আশ্রয় পাননি তফের মণ্ডল। স্ত্রী বহু আগেই মারা গেছেন। সন্তানেরাও নিজেদের মতো জীবনযাপন করছেন। একসময় ছোট ছেলে আইনাল হকের বাড়িতে থাকলেও, পুত্রবধূর অসহযোগিতার কারণে সেখান থেকেও বিতাড়িত হন তিনি। এখন একটি রাস্তার পাশে অন্ধকার, স্যাঁতসেঁতে ঘরে একা জীবন কাটাচ্ছেন শতবর্ষী এই মানুষটি।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার করুণ অবস্থার ভিডিও ও ছবি ভাইরাল হলে বিষয়টি নজরে আসে মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি...








