মান্দায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রমে জোর, ইউএনওর নেতৃত্বে বহুমুখী জনকল্যাণমূলক উদ্যোগ
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কাজী, মাদ্রাসা ও বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ”বাল্যবিবাহ একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। একে প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।”তিনি আরও বলেন, ”শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিশুদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি ও অভিভাবকদের মানসিক...