নান্দাইলে ৪জন চিকিৎসক নিজ কর্মস্থল খালি রেখে অন্যত্র চিকিৎসাসেবা ও ১জন ১১বছর ধরে অনুপস্থিত
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার পদে কাগজে-কলমে তাঁদের কর্মস্থল। অথচ দীর্ঘদিন ধরে সংযুক্তির (প্রেষণ) নামে চারজন কাজ করছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে। আর ১জন ১১ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। নান্দাইলের ৫০ শয্যা হাসপাতালে এমন এক অবস্থায় ১৭ জনের মধ্যে তিনজন চিকিৎসক দিয়ে কোনো মতে খুঁড়িয়ে খুিঁড়য়ে চলছে চিকিৎসাসেবা। এ অবস্থায় সংযুক্তিতে থাকা চিকিৎসকরা পদ আগলে রাখায় নতুন কেউ যোগও দিতে পারছেন না। এতে কর্মস্থলে থেকে ওই পদের কারো কাছ থেকে প্রয়োজনীয় সেবা নিতে পারছে না রোগীরা। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার পদ রয়েছে ১৭টি। কিন্তু বর্তমানে দৃশ্যমান কাজ করছেন আবাসিক মেডিক্যাল অফিসার বাদে (আরএমও) দুজন। অন্যদিকে কনসালট্যান্ট পদ রয়েছে ১০...